১০টি বেষ্ট অ্যান্ড্রয়েড গেম টেমপ্লেট
Bengali (বাংলা) translation by Arnab Wahid (you can also view the original English article)
ভূমিকা
অ্যানড্রয়েড গেম প্রোগ্রামিং এর সাথে পরিচিত থাকলে আপনি নিশ্চই জানেন একেবারে শুরু থেকে গেম বানানো কেমন বিপত্তিকর কাজ। হাজার রকমের সেটিংস ও এরর সামলাতে হয়।
তাই CodeCanyon এর মত মার্কেটপ্লেস থেকে একটা টেমপ্লেট কিনে সেটা থেকে জাম্পস্টার্ট করাই বুদ্ধিমানের কাজ।
এই টিউটোরিয়ালে আমরা কিছু ফিচার রিচ গেমিং টেমপ্লেট চেক করব।
1. FlappyBot



FlappyBot একটা ফ্ল্যাপিবার্ড ক্লোনের টেমপ্লেট, NeuronDigital এর ডেভেলাপ করা।
এই টেমপ্লেট দিয়ে আপনি নিজের ফ্লাইং বার্ড গেম তৈরি করে নিতে পারবেন।
2. Classic Highway Car Avoidance Game



Classic Highway Car Avoidance Game একটা স্ক্রোলিং কার গেম টেমপ্লেট। এটাও NeuronDigital এর তৈরি করা।
এই টেমপ্লেটের সাথে আসল ডিজাইনের পিএসডি ফাইল সংযুক্ত করা রয়েছে। এতে AdMob সাপোর্টও রয়েছে।
এটা একটা রেসিং গেমের স্টার্টিং পয়েন্ট হিসেবে ব্যবহার করা যায়।
3. Hopping Bird Game



এটা একটা জাম্পিং গেম টেমপ্লেট। Hopping Bird Game গেম একটা অবস্ট্যাকল গেমের টেমপ্লেট, এটা rouse_spirit এর ডেভেলাপ করা।
এতে ফুল AdMob সাপোর্ট রয়েছে।
Cocos2d গেম ডেভেলাপমেন্ট ফ্রেমওয়ার্ক সম্পর্কে আইডিয়া থাকলে এই টেমপ্লেট নিয়ে কাজ করতে সুবিধা হবে।
4. 2048 Puzzle



2048 Puzzle একটা পাজল গেম টেমপ্লেট। এটাও NeuronDigital এর ডেভেলাপ করা।
এই টেমপ্লেটে মাল্টি স্ক্রিন সাইজ সাপোর্ট রয়েছে।
এই টেমপ্লেটের বেষ্ট ফিচার হচ্ছে যে এটা কাস্টমাইজ করতে প্রোগ্রামিং স্কিল লাগে না।
5. Two Dots



gikdew এর ডেভেলাপ করা Two Dots টেমপ্লেট একটা অন্য রকমের গেম টেমপ্লেট।
প্রথমে বোঝা যায় না। কিন্তু সাথে ভিডিওটা দেখে নিলে ক্লিয়ার হবে যে কি ব্যাপার।
এই টেমপ্লেটের লুক মডার্ন। এতে গুগল প্লে গেমস সার্ভিস ইন্টিগ্রেশন রয়েছে। এটা ফোন ও ট্যাবলেট দুটোই সাপোর্ট করে। টেমপ্লেটের সাথে এর ডিজাইনের পিএসডি ফাইল দেয়া আছে।
6. Orbitals



Orbitals gikdew এর ডেভেলাপ করা একটা স্পেস ট্রাভেল গেম টেমপ্লেট।
এটা ফুল গেমিফিকেশন সাপোর্ট, Google Play Games Services, AdMob এবং in-app purchases যে কোন একটা সিলেকশনের অপশনও আছে।
এটা libGDX ফ্রেমওয়ার্কের উপর ডেভেলাপ করা।
7. The Bird That Can't Escape



The Bird That Can't Escape ডেভেলাপ করেছে AnalogPresent.
টেমপ্লেটটি libGDX ও Eclipse এর উপর তৈরি করা।
8. Mini Car Racing



Mini Car Racing ডেভেলাপ করেছে fifdee.
এটা একটা কার রেসিং গেম টেমপ্লেট। এই টেমপ্লেটে বিভিন্ন রকমের ট্র্যাক, ডিফিকাল্টি লেভেল ও থার্ড পার্টি এডিটর ফিচার করা হয়েছে।
এই টেমপ্লেটে পরিবর্তন করতে Corona SDK সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
9. Panda Forrest Run



Panda Forrest Run ডেভেলাপ করেছে dulisa1. এটা একটা সাইড স্ক্রোলিং এন্ডলেস রানিং গেম।
ডিজাইন সহজে কাস্টমাইজ করার সুবিধার্থে এই টেমপ্লেটের সাথে অরিজিনাল লেয়ারড পিএসডি দেয়া আছে।
10. Block Jumper



xtremetom এর Block Jumper একটা অবস্ট্যাকল অভয়েডেন্স গেম টেমপ্লেট। এটা টাচস্ক্রিনের জন্য বিশেষভাবে অপটিমাইজ করা।
এটা libGDX ফ্রেমওয়ার্কের উপর তৈরি করা। এটায় স্প্লাশ স্ক্রিন ফিচার ও AdMob সাপোর্ট রয়েছে।
পরিশেষ
অ্যান্ড্রয়েড ইউজারদের কাছে গেমের চাহিদা অসীম। তাই গেম ডেভেলাপাররা অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি সফল। আশা করি আপনার পরবর্তী গেম তৈরিতে এই টেমপ্লেটগুলো কাজে আসবে।
এগুলোর একটা ব্যবহার করুন বা কোডক্যানিয়ন থেকে দরকার বুঝে একটা টেমপ্লেট কিনে নিন। অ্যান্ড্রয়েড ছাড়াও কোডক্যানিয়নে অনেক রকম টেমপ্লেট কিনতে পাওয়া যায়।
- AndroidHow to Get Started With an Android App TemplateAshraff Hathibelagal
- Android7 Android Templates to Inspire Your Next ProjectBart Jacobs
- Android SDKGet Started With an Android App Template in 60 SecondsAshraff Hathibelagal
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Code tutorials. Never miss out on learning about the next big thing.
Update me weekly