Bengali (বাংলা) translation by Arnab Wahid (you can also view the original English article)
অন্যদের কাজ সম্পর্কে জানার একটি চমৎকার উপায় হচ্ছে অন্যের টেমপ্লেট নিয়ে কাজ করা। এই আর্টিকেলে কিছু জনপ্রিয় iOS টেমপ্লেটের কথা উল্লেখ করা আছে যেগুলো এনভাটো মার্কেটপ্লেসে পাওয়া যাচ্ছে। আপনি যে অ্যাপ তৈরি করছেন, তার জন্য যদি ইন্সপিরেশন দরকার হয়, বা কোন ফিচার নিয়ে আপনার হেল্প দরকার, তবে এই টেমপ্লেটগুলোর কোন একটা আপনার কাজে লাগার সমূহ সম্ভাবনা রয়েছে।
FIVES
আপনি যদি গেম ডেভেলাপমেন্ট করেন, তবে এই টেমপ্লেটটি অবশ্যই চেক করে দেখা উচিৎ। FIVES একটি ওয়ার্দ গেম, যেটিতে স্ক্রিনে থাকা অক্ষরমালা দিয়ে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি শব্দ বানাতে হয়।
এটি একটি মজার গেম, এটিতে অনেক ফিচার রয়েছে যেগুলো দেখে আপনার মনে হতে পারে যে এই ফিচারগুলো আপনিও আপনার অ্যাপের জন্য বানাতে চান, যেমন AdMob সাপোর্ট ও সোশ্যাল শেয়ারিং অপশন। অ্যাপলের গেম সেন্টার ইন্টিগ্রেশনের একটি অপশনও এতে রয়েছে। এইটি গেমটি সুইফট ল্যাঙ্গুয়েজে লেখা, ও এটি iOS 10 এর সাথে কম্প্যাটিবল।
Store Finder
নামের মতই স্টোর ফাইন্ডার অ্যাপটি নিকটবর্তী স্টোরগুলো খুঁজে বের করে। এছাড়াও এই অ্যাপে আরো অনেক ফিচার রয়েছে। এই টেমপ্লেটে একটি ব্যাকেন্ডও রয়েছে অ্যাপ্লিকেশন ডাটা ম্যানেজ করার জন্য।

যদি লোকেশন সার্ভিস এনেবল করা থাকে, তবে এই অ্যাপ ব্যাকেন্ড থেকে ডাটা ফেচ করে, এরপর ইউজারের লোকেশনের উপর ভিত্তি করে র্যাংকিং করে রেজাল্ট শো করে। টেমপ্লেটটি অবজেকটিভ-সি তে লেখা এবং সম্পুর্ণ iOS 10 কম্প্যাটিবল।
এই অ্যাপতি কাস্টম অ্যানিমেশন ব্যবহার করে ইউজার এক্সপিরিয়েন্স অনেক মজার ও আকর্ষনীয় করে তোলে। এই টেমপ্লেটের ডেভেলাপার এটার সোশ্যাল মিডিয়া শেয়ারিং অপশন সুন্দর করে সাজিয়ে বানাতে অনেক সময় ব্যয় করেছেন যাতে ইমেইল, ফেসবুক, টুইটার সব আরও অন্য কয়েকটি চয়েস রয়েছে। আপনি এই টেমপ্লেটের সকল ফিচার চেক করতে CodeCanyon এ গিয়ে টেমপ্লেটের ফিচার লিস্ট চেক করতে পারেন।
এই থিমের ডেভেলাপার MGAppcellerator, যে কিনা Car Finder, Item Finder, Real Estate Finder সহ আরও বহু টেমপ্লেট তৈরি করেছে।
PhotoGram Image Editor
দশ বছর আগের তুলনায় মানুষ বর্তমানে অনেক বেশি ছবি তুলে থাকে, যার জন্য স্মার্টফোন দায়ী। এই অ্যাপ টেমপ্লেটটি তে একটি পাওয়ারফুল ইমেজ এডিটর রয়েছে যা দিয়ে ক্রপিং, রোটেটিং, বিভিন্ন ফিল্টার, সোশ্যাল মিডিয়া শেয়ারিং এর মত সকল বেসিক এডিটিং এর কাজ করা যায়।

এই টেমপ্লেটে একটি ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন রয়েছে, এটি iOS 10 এ কাজ করে, আর এর ডেভেলাপমেন্ট টার্গেট হচ্ছে iOS 6। টেমপ্লেটের অন্যান্য ফিচার সম্পর্কে জানতে এটার ডেমো ভিডিওটি দেখে নিতে পারেন।
Checklist
অ্যাপে to-do ফাংশনালিটি ইন্টিগ্রেট করতে চাইলে, এটি আপনার জন্য বেষ্ট টেমপ্লেট যা এই কাজটি শর্টকাটে করে দেয়। Checklist একটি খুব সুচারুভাবে ডিজাইন করা to-do অ্যাপ্লিকেশন যা আপনার আশানুরূপভাবেই কাজ করে।
এর ডেপ্লয়মেন্ট টার্গেট iOS 5, আর এটি ওয়েল সাপোর্টেড। এই টেমপ্লেটটি কয়েক বছর পুরোনো হলেও, এটি iOS 10 এর জন্য আপডেট করা হয়েছে। এটি iPhone 6 ও iPhone 6 Plus এ কাজ করে। আপনি এই টেমপ্লেটের ডেমো ভিডিও নিচে দেখে নিতে পারেন।
এই টেমপ্লেটের ডেভেলাপার একটি টিউটোরিয়াল ভিডিও-ও বানিয়েছেন, যেখানে একটি অ্যাপে কোন তেমপ্লেট কিভাবে ইন্টিগ্রেট করতে হয়, তা শেখানো হয়েছে। এই টেমপ্লেটটি অব্জেকটিভ-সি দিয়ে বানানো।
appyMap
একটি সুন্দর পয়েন্ট অফ ইন্টারেস্ট ফাইন্ডার টেমপ্লেট, যার বিশেষত্ব হচ্ছে যে এতে CloudKit ইন্টিগ্রেশন রয়েছে। কাস্টম ব্যাকেন্ডের পরিবর্তে এই অ্যাপ CloudKit এর সাহায্যে iCloud ব্যবহার করে। এর মানে হচ্ছে, এটি ডিপ্লয় করতে কোন সার্ভারের প্রয়োজন হয়না! Plist ব্যবহার করে অফলাইনে ডাটা স্টোর করার অপশনও এই অ্যাপে রয়েছে।
এই টেমপ্লেট ডিভাইসের লোকেশন সার্ভিস ব্যবহার করে আশেপাশের পয়েন্ট অফ ইন্টারেস্ট খুঁজে বের করে তা ডিসপ্লেতে ম্যাপের উপর দেখায়। এই অ্যাপ সুন্দর একটি UI দিয়ে ডিজাইন করা, একে আপটুডেট Xcode 8 এর প্রজেক্ট হিসেবে আপডেট করা হয়েছে। এতে অপশনা; অ্যাড, ইন্সট্রাকশন ম্যানুয়েল এবং iPhone 4 থেকে 7 এর সাপোর্ট রয়েছে।
Global
অডিও কিভাবে iOS এ কাজ করে, তা শেখার জন্য এই টেমপ্লেটটি বেষ্ট। এই অ্যাপটি একটি অডিও প্লেয়ার, এটি অনলাইন রেডিও ষ্টেশনগুলো থেকে অডিও স্ট্রিম করে এবং ইউজারদের তাদের পছন্দমত প্লেলিস্ট করা সহ শোনার অপশন দেয়। এটি অ্যাপ ডাটা কাস্টম ব্যাকেন্ডে সেভ করে রাখে। এই টেমপ্লেটে ব্যাকব্রাউন্ড অডিও ও প্লেব্যাক ইন্টারাপশন হ্যান্ডেলিং সাপোর্ট রয়েছে। আর এটা বলার অপেক্ষা রাখে না যে এতে AdMob ব্যানার অ্যাড সাপোর্টও রয়েছে!

এটি একটি ফুললি ফিচার্ড রেডিও প্লেয়ার অ্যাপ, আর আপনার পরবর্তী প্রজেক্ট শুরু করার জন্য একটি চমৎকার নির্বাচন।
7 Minute Workout
আপনি যদি আপনার অ্যাপের উপর সবার দৃষ্টি খুব ভালোভাবে আকর্ষণ করতে চান, তবে Apple Watch সাপোর্ট watchOS অ্যাপে অ্যাড করতে পারেন। এই টেমপ্লেটটি আপনাকে ইন্সট্রাকশনাল ভিডিও, ভয়েস প্রম্পটিং, কাস্টমাইজেশন, শিডিউলড ওয়ার্কআউট সহ আরও অনেক ফিচার দেয়। তবে এই টেমপ্লেটের সবচেয়ে বেশি চোখে পড়ার মত ফিচার হচ্ছে WatchKit এবং HealthKit সাপোর্ট!

এই টেমপ্লেটটি অবজেকটিভ-সি তে লেখা এবং এটি iOS 10 ও watchOS 3 সাপোর্টের জন্য আপটুডেট করা।
আজই একটি টেমপ্লেট কিনুন!
CodeCanyon এ হাজারেরও বেশি iOS অ্যাপ টেমপ্লেট রয়েছে। এর একটি আপনার পরবর্তী প্রজেক্টে শত থেকে হাজার ঘন্টার কাজ বাঁচিয়ে দিতে পারে! শুধু তাই নয়, iOS কোডিং শেখার জন্যও এই টেমপ্লেটগুলো অসাধারণ রিসোর্স। কোন একটি ফিচার কিভাবে একজন ডেভেলাপার ইমপ্লিমেন্ট করেছে, তা এই টেমপ্লেট কোড স্টাডি করে বোঝা সম্ভব। নতুন ইন্সপিরেশনের জন্যও এই টেমপ্লেটগুলো ভালো কাজে দেয়। আপনার ইন্সপিরেশন খুঁজে নিতে iOS app templates on Envato Market আজই চেক করুন।
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Code tutorials. Never miss out on learning about the next big thing.
Update me weeklyEnvato Tuts+ tutorials are translated into other languages by our community members—you can be involved too!
Translate this post