Advertisement
  1. Code
  2. Ionic

১০টি চোখ ধাঁধানো আয়নিক টেম্পলেট

Scroll to top
Read Time: 3 min

() translation by (you can also view the original English article)

আয়নিক হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, এবং সিএসএস ব্যবহার করে আধুনিক, হাইব্রিড মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির একটি জনপ্রিয় ফ্রেমওয়ার্ক। আয়নিক অ্যাঙ্গুলারজেএস এবং অ্যাপাচি করডোভা দ্বারা চালিত। যেহেতু ডেভেলপার হিসেবে তারা তাদের পরিচিত টেকনোলজি (জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, এবং সিএসএস) দিয়েই কাজ করতে পারবে কাজেই শেখার রাস্তাটা খুব বেশি দুর্গম নয়।

কোডক্যানিয়নে রয়েছে আপনার আয়নিক ডেভেলপমেন্টকে চাঙ্গা করার জন্য  অ্যাপ্লিকেশন টেম্পলেটের বিশাল এক সম্ভার। এই আর্টিকেলে, আমি আপনার পরবর্তী প্রজেক্টের অনুপ্রেরণা দিতে পারে এমন দশটি টেম্পলেট দেখাবো।

রেস্টুরেন্ট আয়নিক

নাম দেখেই বুঝতে পারছেন এই টেম্পলেটটি মূলত রেস্টুরেন্টগুলোর জন্যই তৈরি। এই অ্যাপ্লিকেশন দিয়ে রেস্টুরেন্টের মালিকরা তাদের মেন্যুর একটি তালিকা রাখতে পারবে, আবার কাস্টমারদের কাছ থেকে খাবারের অর্ডারও রাখতে পারবে। এই টেম্পলেটটি খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এটি ওয়ার্ডপ্রেস, দ্রুপাল, বা জেসন সাপোর্ট করে এমন যে কোন ব্যাকএন্ডে এটি চালু করা যাবে।

Restaurant IonicRestaurant IonicRestaurant Ionic

আয়নিক ম্যাটেরিয়াল ডিজাইন

এই টেম্পলেটে গুগলের ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় ম্যাটেরিয়াল ডিজাইনের খুঁটিনাটি রয়েছে। এই টেম্পলেটটিতে অনেকগুলো ফিচার রয়েছে। এখানে এসকিউলাইট এবং ওয়ার্ডপ্রেসের জন্য প্রয়োজনীয় সাপোর্ট রয়েছে। এটি অন্যান্য অনেক সার্ভিস, যেমন ফেসবুক, ইন্সটাগ্রাম, ফোরস্কয়ার, এবং ড্রপবক্সের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই টেম্পলেটটি নিয়মিত আপডেট হতে থাকে। এটিও একটি বাড়তি পাওনাই বটে।

Ionic Material DesignIonic Material DesignIonic Material Design

বেয়ারবোন আয়নিক

এই টেম্পলেটের নাম দেখে বিভ্রান্ত হবেন না। এটি সামান্য একটা কঙ্কালসার টেম্পলেটের চাইতেও বেশি কিছু। সত্যি কথা বলতে, এটি নানান ধরণের ফিচার দিয়ে ভর্তি। যেমন, স্ট্রাইপ ইন্টিগ্রেশন, শপিং কার্ট, এসকিউলাইট, ওয়ার্ডপ্রেস, দ্রুপাল সাপোর্ট, অডিও স্ট্রিমিং, এবং নানান ধরণের সামাজিক ইন্টিগ্রেশন। এই টেম্পলেটটি নিয়মিত নতুন সব ফিচার আর বাগের হাত থেকে রক্ষার প্রক্রিয়া আপডেট করতে থাকে।

Barebone IonicBarebone IonicBarebone Ionic

মোবায়নিক

মোবায়নিক একটি সম্পূর্ণ ও বহুমুখী আয়নিক টেম্পলেট যা বিভিন্ন ধরণের অ্যাপ্লিকেশনে কার্যকর। এটি ওয়ার্ডপ্রেসের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং পুশ নোটিফিকেশন, গুগল ম্যাপ, এবং ইউটিউবের সুবিধাও রয়েছে এতে। আপনার প্রজেক্টের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা যায় এমন আধুনিক ডিজাইন সম্বলিত এই টেম্পলেট।

MobionicMobionicMobionic

মবসোশ্যাল

মবসোশ্যাল ওয়ার্ডপ্রেসের সাথে সামঞ্জস্য পূর্ণ এবং এখানে ব্লগ, চ্যাট, এবং নিউজসহ বিভিন্ন টেম্পলেট রয়েছে। এখানে একটি রুচিশীল ইউজার ইন্টারফেস রয়েছে। এটি গুগল অ্যাডমব প্ল্যাটফর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং এতে পুশ নোটিফিকেশনের সুবিধা রয়েছে।  টেম্পলেটটির প্রয়োগ দেখতে চাইলে এটির অনলাইন ডেমো দেখে নিতে পারেন।

MobSocialMobSocialMobSocial

সেলিগ

সেলিগ ব্লগারদের জন্য তৈরি একটি রুচিসম্মত বহুমুখী টেম্পলেট। এটি ওয়ার্ডপ্রেসের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং ফটো গ্যালারী ব্যবস্থাপনা ও প্রদর্শনের জন্য ফ্লিকার ব্যবহার করে। এটি কাস্টমাইজ করা সহজ এবং টুইটার ও ফেসবুক চালানোর সুবিধা রয়েছে। এখানে পুশউশ দ্বারা পুশ নোটিফিকেশন চালানো হয়।

SeligSeligSelig

নিউজমব

নিউজমবে একের মধ্যে সব সমাধান রয়েছে। এই আইটেমে ব্যাকএন্ডের পাশাপাশি একটি আয়নিক টেম্পলেট রয়েছে যা মোবাইল অ্যাপ্লিকেশনে ডাটা ফিড করাতে পারে। ব্যাকএন্ড আপনাকে কন্টেন্ট তৈরি, ইউজার নিয়ন্ত্রণ, এবং পুশ নোটিফিকেশন পাঠাতে সাহায্য করবে। আগ্রহী? কোডক্যানিয়নে সুলভ ডেমোটি চাইলেই দেখে নিতে পারেন।

NewsMobNewsMobNewsMob

লোকাল বিজনেস আয়নিক

এই টেম্পলেটটি স্থানীয় ব্যবসাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে। এটির ডিজাইন বেশ পরিমিত তবে সহজেই পরিমার্জন করা সম্ভব। এই টেম্পলেটে অনেকগুলো কন্টেন্টের শ্রেণিবিভাগ রয়েছে। যেমন, সংবাদ, পণ্য, সেবা, এবং তালিকা। টেম্পলেটটি অনেকটাই প্রাথমিক চাহিদার উপর ভিত্তি করে তৈরি। তবে মাঝে মাঝে এর বেশি দরকারও হয় না।

Local Business IonicLocal Business IonicLocal Business Ionic

আয়নফুলঅ্যাপ

এই টেম্পলেটের বৈশিষ্ট্যের তালিকা মনমুগ্ধকর। সেই সাথে বেশ সুসংগঠিত। এটি ওয়ার্ডপ্রেস দ্বারা চালিত এবং এতে পুশ নোটিফিকেশন, বিজ্ঞাপন, অডিও ও ভিডিও সংকলন এবং লোকেশন সার্ভিস নিশ্চিত করার জন্য অনেকগুলো আয়নিক প্লাগইন ব্যবহার করা হয়। এই টেম্পলেটটি আপনার প্রজেক্টের প্রয়োজন অনুযায়ী সহজে পরিমার্জন করা যায় এমন ডিজাইনে তৈরি।

IonFullAppIonFullAppIonFullApp

আয়নাইজার

আয়নাইজারের লক্ষ্য হচ্ছে ডেভেলপারদের আয়নিক ডেভেলপমেন্টের গতির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে সাহায্য করা। ফলে এই টেম্পলেটটি নানান বৈশিষ্ট্যে ভরপুর এবং ওয়ার্ডপ্রেস, তাৎক্ষণিক চ্যাটের জন্য ফায়ারবেজ, ইউটিউব, এবং রটেন টম্যাটোর মতো বিভিন্ন সেবার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই টেম্পলেটে অনেকগুলো ইউজার ইন্টারফেস এবং নেভিগেশনের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে সীমাহীন স্ক্রলিংয়ের সুযোগ, সংবেদনশীল কার্ড এবং টেনে ধরে রিফ্রেশ করার সুবিধা।

IonizerIonizerIonizer

আয়নিক টেম্পলেট তৈরি করুন এবং ১০০০ ডলার জিতে নিন

আপনি যদি ইতোমধ্যে আয়নিক ফ্রেমওয়ার্কের সাথে স্বচ্ছন্দ হয়ে থাকেন তাহলে আপনি চাইলে এনভাটোর আয়নিক টেম্পলেটের সবচাইতে জনপ্রিয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। কিভাবে? একটি সম্পূর্ণ স্বকীয় আয়নিক টেম্পলেট তৈরি করে ২০১৬ এর ২৭ এপ্রিলের মধ্যে এনভাটো মার্কেটে জমা দিন।

সেরা পাঁচটি টেম্পলেট ১০০০ ডলার পাবে আগ্রহী? প্রতিযোগিতার শর্তাবলী ও নির্দেশনা সম্পর্কে খুঁটিনাটি আরও জানতে চোখ বুলিয়ে নিন প্রতিযোগিতার ওয়েবসাইটে। আপনার আয়নিক দক্ষতা চাঙ্গা করতে নিচের এনভাটো টুটসপ্লাসের রিসোর্সগুলো দেখে নিন।

Advertisement
Did you find this post useful?
Want a weekly email summary?
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Code tutorials. Never miss out on learning about the next big thing.
Advertisement
Looking for something to help kick start your next project?
Envato Market has a range of items for sale to help get you started.