Advertisement
  1. Code
  2. Coding Fundamentals

ম্যাকের জন্য গুগল ক্রোমকাস্ট সেটাপ

Scroll to top
Read Time: 5 min

() translation by (you can also view the original English article)

ডিভাইসের কন্টেন্ট টিভিতে শো করা 

আগে স্মার্ট ডিভাইস থেকে ওয়্যারলেস ভাবে টিভিতে অডিও, ভিডিও পাঠানোর একমাত্র উপায় ছিলো এপল টিভি।

এই টিউটোরিয়ালে আপনি দেখবেন গুগল ক্রোমকাস্ট দিয়ে কিভাবে একই কাজ সহজে করা যায়।

অডিও ভিডিও বিমিং

২০০৪ থেকে এয়ার টিউনস  এয়ারপ্লে স্ট্রিমিং বিভিন্ন ডিভাইসের জন্য এভেইলেবল রয়েছে।

২০১০ এ এর নাম চেঞ্জ করা হয়।

নতুন নাম রাখা হয় এপল টিভি।

গত চার বছরেই এই সার্ভিস মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।

এয়ারপ্লের আগে এই কাজ করা যেত না এটা কারো মনেই নেই।

তবে এখন এয়ারটিউনসের বিকল্প ব্যবহার করেও সেইম জিনিষ করা সম্ভব। গুগল ক্রোমকাস্ট।

কি কি লাগবে

গুগল ক্রোমকাস্ট ব্যবহার করে স্ট্রিমিং এর জন্য যা যা লাগবেঃ

  • গুগল ক্রোমকাস্ট
  • টিভি
  • ক্রোম ওয়েব ব্রাউজার
  • ম্যাক অথবা
  • আইফোন, আইপ্যাড বা এন্ড্র্য়েড ফোন
Chromecast

শুরু করা

আনবক্সিং

বক্সের ভিতরে যা যা পাবেন

  • Chromecast HDMI dongle.
  • USB Type-A to USB Micro-B cable.
  • Power supply.
  • HDMI short extension cable.

ফিজিক্যাল সেটাপ

  1. ক্রোমকাস্ট HDMI সকেট দিয়ে টিভির সাথে লাগান
  2. USB Micro-B কানেক্টর ক্রোমকাস্ট ডংগেলে লাগান।
  3. USB Type-A কানেক্টর টিভিতে লাগান।অথবা
  4. টিভিতে USB পোর্ট না থাকলে Type-A কনভার্টার কানেক্টর ব্যবহার করুন।
  5. টিভির HDMI সকেটে HDMI এক্সটেন্ডার আছে কিনা দেখুন।
  6. টিভি সেটিংস থেকে ইনপুট সোর্স HDMI সকেট সিলেক্ট করুন।
The Chromecast HDMI dongle powered by USB
টিভি সেটিংস থেকে ইনপুট সোর্স HDMI সকেট সিলেক্ট করুন।

গুগল ক্রোমকাস্ট সেটাপ

এটা একটা সহজ ধাপ।

ক্রোমকাস্ট ওয়াইফাই এর সাথে কানেক্ট করুন। প্রথমে ক্রোমকাস্ট ম্যাক বা অন্য ডিভাইসের সাথে কানেক্ট করতে হবে। এরপর ও ডিভাইসের সাহায্যে ক্রোমকাস্টে ওয়াইফাই কানেকশন দিতে হবে। 

সফটওয়্যার সেটআপ

ক্রোম ব্রাউজার ওপেন করে এই এড্রেসে যানঃ chromecast.com/setup

Download বাটনে ক্লিক করে Chromecast dmg ডাউনলোড করুন।

Open up Chrome browser on the Mac and go to chromecast.com/setup

ক্রোমকাস্ট এপ ইন্সটল করার নরমাল উপায়।

Drag the Chromecast app to the Applications folder

প্রাইভেসি টার্মস এক্সেপ্ট করুন।

Agree to the Privacy and Terms

এখন এপটি এভেইলেবল ক্রোমকাস্ট সার্চ করবে।

The Chromecast app will search for nearby Chromecast HDMI dongles

খেয়াল রাখবেন, আপনার ম্যাক ও ক্রোমকাস্ট সেইম ওয়াইফাই এর সাথে কানেক্ট করা। ক্রোমকাস্ট শুধু ২জি ওয়াইফাই সাপোর্ট করে। তো আপনার ম্যাক যদি ৫জি ওয়াই ফাই এর সাথে কানেক্ট করা থাকে, তাহলে কোন ক্রোমকাস্ট খুঁজে পাবেন না। এই ক্ষেত্রে নেটওয়ার্ক সুইচ করে দেখুন কি হয়।

The Mac must be connected to the same 2.4GHz Wi-Fi network as the Chromecast

২জি নেটে কানেক্টেড হলে এই সমস্যার সম্মুখীন হবেন না।

এবার ক্রোমকাস্টের সেটআপ বাটনে ক্লিক করুন।

The Chromecast app has located a Chromecast HDMI dongle

সেটআপ এর জন্য রেডি কিনা সেই মেসেজ পাবেন। Continue বাটন ক্লিক করুন।

এবার কান্ট্রি সেটিংস সিলেক্ট করুন। আমার ক্ষেত্রে, আমি ইউকে সিলেক্ট করলাম। নিজের কান্ট্রি সিলেক্ট করুন।

Select your locale

এপটি ডিভাইসের সাথে কানেক্ট করবে।

The Chromecast app will connect to the Chromecast dongle so that you can configure it

দেখুন ক্রোমকাস্টের HDMI টিভির সাথে কানেক্ট করা কিনা। দেখুন যে কাস্টের সাথে কানেক্ট করেছেন তাই টিভিতে দেখাচ্ছে কিনা। আমার ক্ষেত্রে উভয় দিকেই Z6Z4 ছিলো। কোড ম্যাচ করলে That's my code বাটন ক্লিক করুন।

Confirming the connection with the Chromecast dongle, the code on the television screen will match
The code on the Chromecast app and the television should match, i.e.: Z6Z4

এই পর্যায়ে ম্যাক ক্রোমকাস্ট কনফিগার করার জন্য ক্রোমকাস্টের সাথে কনফিগার করেছে। ওয়াইফাই নেটওয়ার্ক সিলেক্ট করে পাসওয়ার্ড দিন।

Configuring the Wi-Fi network connection on the Chromecast dongle

ক্রোমকাস্টের জেনেরিক নাম চেঞ্জ করে নিজের ইচ্ছা মত নাম দিন। আমারটার নাম হচ্ছে Johnny's ChromeCast

Change the name of the Chromecast, if you wish

Continue ক্লিক করুন।

The Chromecast dongle will connect to the Wi-Fi network

এরপর সফটওয়্যার আপডেট করুন।

The Chromecast device may perform software updates and reboot

এখন কনফার্মেশন মেসেজ পাবেন।

Success!
A similar confirmation message will be displayed on the television, as well

ক্রোমকাস্ট ব্রাউজার এক্সটেনশন

ক্রোমকাস্ট নিজেই আপনাকে ক্রোমকাস্ট ব্রাউজার এক্সটেনশন ইন্সটল করার ইনভাইট দিবে।

তখন না করে থাকলে, গুগল ক্রোম স্টোর থেকে কাজটি নিজেই করতে পারেন। 

ক্রোমকাস্টে এপেঃ

Get Cast Extension বাটন ক্লিক করুন।

Click the Get Cast Extension button to install the Chrome Cast browser extension

ক্রোম ব্রাইজারে একটা ট্যাব ওপেন হবে। Add Extension বাটনে ক্লিক করুন।

Click the Add Extension button.

একটি গুগল কাস্ট উইন্ডো আসবে স্ক্রিনে। Add বাটনে ক্লিক করুন।

Click the Add button to install the Cast browser extension into Chrome

সাকসেসফুলি ইন্সটল হলে স্ক্রিনে কনফার্মেশন মেসেজ আসবে। ক্রোম টুলবারে একটি নতুন আইকন দেখতে পাবেন।

Confirmation of the installation of the browser extension

ম্যাকে ক্রোমকাস্ট ব্যবহার করা

কাস্ট এক্সটেনশনটি ব্যবহার করতে টুলবারের আইকনটিতে ক্লিক করে এনেবল করুন। এতে ওয়্যারলেসলি কন্টেন্ট ক্রোম ট্যাব থেকে টেলিভিশনে চলে যাবে।

কাস্ট ওপেন হলে আইকনের রঙ গ্রে থেকে নীলে পরিবর্তিত হবে। যদি আপনি এই সময় ব্রাউজিং করেন, তাহলে ব্রাউজার ট্যাবের কন্টেন্ট টিভি স্ক্রিনে দেখা যাবে।

Using the Cast browser extension to send video, wirelessly, from Mac to television

বিবিসি বা BBC iPlayer এর মত সাইটে গেলে, সেই সাইটের ভিডিও কন্টেন্ট আবার টিভিতে ফুলস্ক্রিনে স্ট্রিম হবে।

Streaming BBC iPlayer Video from Mac or iPad to television via Chromecast

আইফোন ও আইপ্যাডের সাথে ক্রোমকাস্ট ব্যবহার

কিছু iOSএপ যেমন, YouTube ও BBC iPlayer, কন্টেন্ট ক্রোমকাস্ট ব্যবহার করে ওয়্যারলেসলি কন্টেন্ট টিভি স্ক্রিনে পাঠাতে পারে। এপে ক্রোমকাস্ট আইকন খুঁজে বের করুন।

The Chromecast icon in BBC iPlayer on an iPad

আমেরিকাতে বসবাসকারী ইউজারদের আই ডিফল্ট এই ফিচার দেয়া থাকে।

  • Google Play Music - গুগল প্লে মিউজিকের সাহায্যে ক্রোমকাস্ট দিয়ে গান শোনা যায়।
  • HBO GO– HBO GO দিয়ে টিভি শো দেখা যায়।
  • Hulu Plus– হুলু প্লাস সাবস্ক্রিপশন থাকলে টিভি শো দেখা যায়।
  • Netflix - নেটফ্লিক্স এর সব কন্টেন্ট ক্রোমকাস্ট দিয়ে টিভিতে দেখা যায়।
  • Pandora– প্যান্ডোরার রেডিও সার্ভিসও ক্রোমকাস্ট সাপোর্ট করে।
  • Plex– প্লেক্সের সব কন্টেন্টও টিভিতে দেখা যায় এর সাহায্যে।
  • PostTV– ওয়াশিংটন পোস্টের PostTVএর সব মিডিয়া ক্রোমকাস্ট দিয়ে স্ট্রিম করা যায়। যেমন ইটস ওয়াশিংটন। বা রিভিলড।
  • RealPlayer Cloud– রিয়েল প্লেয়ার ক্লাউডও ক্রোমকাস্ট সাপোর্ট করে। তার লাগেনা।
  • Red Bull TV– রেড বুল টিভিও ক্রোমকাস্ট সাপোর্ট করে।
  • Songza– কাজ করছেন? বিশ্রাম নিচ্ছেন? জিমে? Songza মুড বুঝে মিউজিক প্লে করে।
  • Vevo– ক্রোমকাস্ট Vevo মিউজিক সাপোর্ট করে।
  • Viki– এই কোরিয়ান প্ল্যাটফর্মও ক্রোমকাস্ট সাপোর্ট করে।
  • YouTube– এটার কথা তো বলার অপেক্ষা রাখে না। যে কোন ইউটিউব ভিডিও এভাবে দেখতে পারবেন।

ইংল্যান্ডে ক্রোমকাস্টের সাপোর্ট সামান্য ভিন্নঃ

  • BBC iPlayer– দিয়ে লাইভ মিউজিক শো স্ট্রিমিং করা যায়। BBC iPlayer ইংল্যান্ডে অনেক জনপ্রিয়।
  • Google Play Movies & TV - সাপোর্ট করে।
  • Google Play Music
  • Netflix
  • Plex
  • RealPlayer Cloud
  • Red Bull TV
  • VEVO
  • YouTube

অন্যান্য দেশ ভেদে সাপোর্ট এর বেশকম আছে।

পরিশেষ

গুগল ক্রোমকাস্ট ভিডিও ও অডিও ট্রান্সমিট করার জন্য টিভির চেয়ে সামান্য ভিন্ন একটি পদ্ধতি।

এটি একটি ইন্টারেস্টিং নতুন সম্প্রচার মাধ্যম, আর এটা ব্যবহারে যে এক্সট্রা তার বা প্লাগ লাগাতে হয়না, সেটা এক্সট্রা বোনাস।





Advertisement
Did you find this post useful?
Want a weekly email summary?
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Code tutorials. Never miss out on learning about the next big thing.
Advertisement
Looking for something to help kick start your next project?
Envato Market has a range of items for sale to help get you started.