ওয়ার্ডপ্রেসের জন্য বেস্ট দুইটি পিডিএফ ভিউয়ার
() translation by (you can also view the original English article)
পিডিএফ একটি জনপ্রিয় ডকুমেন্ট ফরম্যাট। ওয়েবসাইটে কিছু কিছু সময় পিডিএফ ভিউয়ার না থাকা একটা সীমাবদ্ধতা হতে পারে। অনেক ভিজিটর থেকে আপনার সাইট এতে বঞ্চিত হতে পারে। পিডিএফ ভিউ করতে যদি আপনার সাইট থেকে বের হয়ে জন্য উইন্ডো বা ট্যাবে যেতে হয়, তাহলে আপনি একজন রিডার হারালেন বলা চলে। দ্বিতীয়ত, থার্ড পার্টি পিডিএফ ভিউয়ার ব্যবহার করা মানে হচ্ছে, ডকুমেন্ট কিভাবে ডিসপ্লে হচ্ছে, তার উপর আপনার কোন হাত থাকবে না।



তাই, এই আর্টিকেলে আমরা দেখবো দুইটি পিডিএফ ভিউয়ার যেগুলো ওয়ার্ডপ্রেসের সাথে ব্যবহার করা যায়। কিভাবে পিডিএফ রিডার প্লাগিন কাজ করে, জানতে পারলে বুঝতে পারবেন কোনটা আপনার কাজের জন্য বেস্ট হবে।
PDF Viewer for WordPress
PDF Viewer for WordPress একটি ফুলস্ক্রিন পিডিএফ ভিউয়ার। এটা বেস্ট সেলিং ওয়ার্ডপ্রেস পিডিএফ ভিউয়ার প্লাগিন।

ভিউয়ার এনগেজমেন্ট বৃদ্ধি করায় এই প্লাগিনের সুখ্যাতি রয়েছে। এই প্লাগিনের রিডারে ন্যাভিগেশন, ডাউনলোড, প্রিন্ট ও প্রেসেন্টেশন মোডের ফিচার আছে।
আর কিছু এডভান্সড ফিচার ব্যবহার করতে চাইলে, এই প্লাগিনের প্রিমিয়াম ভার্সন কিনে সেগুলো একটিভেট করা যাবে। আরেকটা ফিচার হচ্ছে, এই প্লাগিন ব্যবহারের জ্জন্য আপনি নিজের লোগো আপলোড করে ব্যবহার করতে পারবেন, অথবা লোগো পিডিএফে এমবেড করে নিতে পারবেন।
এই প্লাগিন গুগল এনালিটিক্স সাপোর্ট করে। আর ইন্টারফেস বিভিন্ন থিমের সাথে সহজে কাস্টমাইজ করে নেয়া যায়।
এর গ্রাহক Talle3এর মতেঃ
"আমাদের পিডিএফ ডিসপ্লে করতে আমরা এই প্লাগিন পছন্দ করি। প্লাগিনের লক ফিচার আমাদের সবচেয়ে পছন্দের ফিচার।"
dFlip PDF FlipBook WordPress Plugin
dFlip PDF FlipBook WordPress Plugin একটি ডায়নামিক পিডিএফ ভিউয়ার।
বই, ছবি এর মত ক্রিয়েটিভ মিডিয়ার জন্য এটা পারফেক্ট। এতে WebGL টেকনোলজির ব্যবহার করা হয়েছে। এটা ইন্সটল করার সাথে সাথে ব্যবহার শুরু করা যায়।

এটা ব্যবহার করতে কোন রকম কোডিং জানা দরকার নেই। এতে পাওয়ারফুল CSS3 ট্রানজিশন ব্যবহারের অপশন রয়েছে। আপনার ব্রাউজারে 3D ঠিক মত কাজ না করলে 2D তে করতে পারবেন। এই ফিচারের সাহায্যে সাইটে ডায়নামিক এনিমেশন ব্যবহার করা সম্ভব হয়।
এই প্লাগিনে দরকারি সব ফিচার রয়েছে। এতে পিডিএফ এনোটেশন, ইমেজ ডিসপ্লে সাপোর্ট রয়েছে। ইন্টারফেস ও ভিজুয়াল স্টাইলিং সহজেই কাস্টমাইজ করে নেয়া যায়।
এর গ্রাহক conceivecreative এর মতেঃ
" খুবই ভালো ফ্লিপ বুক প্লাগিন। আমাদের খুঁজে পাওয়া সব কয়টার মধ্যে বেস্ট। এটা দিয়ে যা যা কাস্টমাইজেশন দরকার, তা করা যায়।"
পরিশেষ
এই হল দুটি প্লাগিন। আপনার প্রয়োজন অনুসারে যে কোন একটা ব্যবহার করতে পারে। যদি ডকুমেন্ট পিডিএফ পড়তে প্লাগিন লাগে, তাহলে আপনার জন্য বেস্ট হচ্ছে প্রথম প্লাগিনটি। আর যদি ক্রিয়েটিভ কন্টেন্টের জন্য, অথবা পোর্টফোলিও এর পিডিএফ হয়, তাহলে dFlip ব্যবহার করুন।