Bengali (বাংলা) translation by Raju Ahmed (you can also view the original English article)



আজ আমাদের প্যারেন্ট কোম্পানি এনভাটোর ১০ম বর্ষপূর্তি , এবং আমরা অনেকগুলো উদযাপন প্ল্যান করে রেখেছি- যার অনেকগুলোই বিশেষ মুল্যহ্রাস এবং বোনাস। সুতরান নিচের বিবরণগুলো পড়েনাও।
যখন থেকে এসবের শুরু
আজ দশ বছর আগে, এনভাটো একটি সহজ লক্ষ্যের সাথে চালু করা হয়েছিল: সৃজনশীলদের জন্য একটা প্লাটফর্ম তৈরি করা যেখানে তারা একসাথে সৃজনশীলতা বিকাশ, শেখার ও ডিজাইন করার মানসিকতা নিয়ে আসবে।
এই ছোট্ট সাইট সাত মিলিয়নেরও বেশি সদস্যের একটি সম্প্রদায়ে পরিনত হয়েছে। এনভাটো এর সহ-প্রতিষ্ঠাতা, কলিস এবং সায়ান তাঈদ এর জন্মদিনের বার্তা থেকে আরও খুজে বের করুন।
স্পেশাল অফারগুলো
আমাদের দশম বার্ষিকী পালন করতে আমরা কিছু অসাধারন স্বল্প-সময়ের অফার নিয়ে এসেছিঃ
- টাটস+ এর সকল বার্ষিক সাবস্ক্রিপশনে ৫০% ছাড়
-
সকল এনভাটো স্টুডিও সাার্ভিসের উপর ৩০% ছাড়
- "এনভাটো এলিমেন্টের" লাইফটাইম সাবস্ক্রিপশন মাত্র $ 19 প্রতি মাসে
সবকটি অফারের বিস্তারিত বিবরন সাথে এনভাটো এইচ কিউ' র বিশেষ ওয়েব ভিত্তিক ট্যুর এর মত আরো অনেক ইভেন্ট এখন এনভাটো ব্লগে।
আরো জানো
আজ এনভাটো ব্লগে আরো অনেক কিছু ঘটছে, তাই আপ টু ডেট থাকার জন্য সেখানে আমন্ত্রন। উদাহরণস্বরূপে আপনিঃ
- এনভাটোর ১০ বছর পূর্তিতে সায়ান এর পোস্ট পরতে পারেন।
- দশ বছর আগে কলিস এর মূল এনভাতোর ওয়েবসাইট ডিজাইনিং প্রসেস সমন্ধে জানতে পারেন। (ড্রিমওয়েভারের কথা মনে আছে?)
- আবিস্কার করতে পারেন বেশ কিছু অদ্ভুত ও অসাধারন জায়গা যেগুল এনভাটো আইটেমগুলোর বদৌলতে হয়েছে।